গীতিকবিতা : দিলে না দেখা
অজিত কুমার কর
ডেকেছি বারেবারে দিলে না তবু দেখা
দিবসে রত কাজে নিশিথে বড় একা।
কখনও নিশিরাতে কেঁদেছি বেদনাতে
' না না পাবি না দেখা ' ললাটে আছে লেখা।
তাহলে আমি পাপী তবে তো অপরাধী
মানি না এ লিখন চরম প্রতিবাদী।
আঘাত পেলে শিলা বলে সে মৃত নয়
জবাব ভেসে আসে ওটাই পরিচয়।
পাষাণ যাহা পারে পার না তুমি তা কি?
এলেই আঁকা হবে বিতানে পদরেখা।
© অজিত কুমার কর