দিদির হামি ভীষণ দামি

আজকে বোকা ব'নে গেলাম দিদির কাছে আমি
এরপরে দুই গালে দিল আদর করে হামি।
আমি হাসি দিদিও হাসে
বসলো দিদি আমার পাশে
ঠকার পরে আদর পাওয়া আমার কাছে দামি।

গরম জব্দ

সূর্য যেন ঢালছে আগুন এই বুঝি প্রাণ যায়
বরফ কিনে বানায় জামা সেটাই দিলো গায়।
গরম ভয়ে পালিয়ে গেল
খুড়ো এবার স্বস্তি পেল
কাঁপন শুরু হয়ে যেতেই গায়ে লেপ চাপায়।

© অজিত কুমার কর