ছড়া (দিদি খায় বকুনি)
অজিত কুমার কর
আসুক ফিরে হারিয়ে যাওয়া
শৈশব-কৈশোর
ফিরে পাব আবার তবে
তেমন মনের জোর।
আম কুড়োব, উঠব গাছে
দেখব পাখির ডিম
দস্যিপনা সামাল দিতে
মা খাবে হিমশিম।
কেন দিদি খোঁজ রাখে না
কোথায় আমি যাই
মায়ের ধমক হজম করে
আমি কষ্ট পাই।
মা'র বকুনি গা'য় মাখে না
ভুলে যায় একদম
আশকারা না দিলে দিদি
হারাই আমি দম।
© অজিত কুমার কর