দ্বৈত সত্তা
অজিত কুমার কর

আমার আমিকে চিনি না সঠিক তাই করে ফেলি ভুল
যা করার নয় তাই করে ফেলি গুনতে হয় মাশুল।
উদ্ধত হতে নিষেধ করেছি এ যাবত বহুবার
ক্ষণিকের ভুলে আমার আমিকে করেছি তিরস্কার।

আমার আমি-র দ্বৈত সত্তা চরিত্র বিপরীত
শান্তির শ্বেত পারাবত হওয়া সমীচীন সমুচিত।
সহিষ্ণুতার অভাব হলেই বিপদ এড়ানো দায়
শান্তি-স্বস্তি মিলবে না তবে কলঙ্ক লাগে গায়।

মায়ের আঁচলে বাঁধা এক আমি মুক্ত দ্বিতীয় আমি
কত অন্যায় করেছে ও-আমি বলবে সালতালামি।
অন্য আমি কে বলেছি এবার করে ফেলো সমঝোতা
না হলে বিপদ আসবে ঘনিয়ে তখন দাঁড়াবি কোথা?

এখন দু-আমি একসাথে চলে শুনি ঐক্যের গান
বুঝে গেছে ওরা অন্যথা হলে আপন অসম্মান।
তাই কোকিলের কুহু কুহু রব ভ্রমরের গুনগুন
এসো ঋতুরাজ স্বাগত জানাই এসে গেছে ফাল্গুন।

© অজিত কুমার কর