দেখ পৃথিবীর কত জ্বর
অজিত কুমার কর
ঘন ঘন বিপর্যয় এ গ্রহ কি হবে লয়
ধ্বংস হবে মানব সভ্যতা?
ধরণির উষ্ণায়ন ভাবি বসে অনুক্ষণ
শ্রেষ্ঠ জীব মানুষের কথা।
মানে না সতর্কবাণী এ কথা সবাই জানি
তাপে গ'লে হিমবাহ জল,
বৃদ্ধি পায় জলস্তর ডোবে স্থলভূমি ঘর
হে মানব জ্বেলো না অনল।
ধরণী বিপদগ্রস্ত প্রাণীরা ভীতসন্ত্রস্ত
কর্মফল হবে ভয়ংকর,
অতি বুদ্ধিধর জীব যেন জড়ভদ্র ক্লীব
দেখ, মা'র গায়ে কত জ্বর।
কেটো না বিটপী আর শুধু সৃজন এবার
প্রত্যহ অন্তত দুটি চারা,
পৃথিবী সবুজ হবে প্রাণীরা জীবিত রবে
তা সম্ভব মানুষের দ্বারা।
© অজিত কুমার কর