দেখা দিল অশরীরী
অজিত কুমার কর
সঙ্গীবিহীন ফিরছি আমি রাত্রি ন'টা বাজে
গিয়েছিলাম শিবুর বাড়ি বিশেষ একটা কাজে।
গিয়ে দেখি কেউ ঘরে নাই গেছে হাসপাতালে
কী হ'ল ওর পাইনি খবর ভাঁজ পড়ে কপালে।
মেচগ্রামের মোড় পেরিয়ে পেলাম শিবুর দেখা
খটকা লাগে, অসুস্থ ও দাঁড়িয়ে কেন একা?
'কেমন আছিস', শুধাই আমি শুনে শুধুই হাসে
কথার জবাব দিল না ও চিড় ধরে বিশ্বাসে।
বউদি কোথায় ছেলে কোথায় প্রশ্ন করি ওকে
ওরা দুজন কোথায় গেল একলা ফেলে তোকে?
তাহলে কী ও শিবু নয়, প্রবল ধন্দ মনে
এবার আমি ভয় পেয়ে যাই রাস্তাতে নির্জনে।
আকাশপাতাল ভাবছি যখন শব্দ হল জোরে
কোথায় গেল বন্ধু শিবু, কোথায় গেলি ওরে!
ব্যাগের ভিতর মোবাইলটা তখন উঠল বেজে
শিবুর ছেলেই ফোন করেছে মর্মে আঘাত এ যে।
অশরীরী হয়েও শিবু আমায় দেখা দিল
স্কুলে পড়ার সময় থেকেই আমার বন্ধু ছিল।
কোনোক্রমে ফিরি বাড়ি মনটা ভীষণ ভারী
সামাল দেওয়া দুরূহ কাজ ঝরে অশ্রুবারি।
©। অজিত কুমার কর