দাসপ্রথা বিরাজমান
অজিত কুমার কর

গবাদিপশুর মতোই চলত মানুষের বেচা-কেনা
লুপ্ত হয়নি এখনও সে-প্রথা চলে আনাচেকানাচে
মানবপাচার চলে নিয়মিত কারুর অজানা নয়
তাইতো ধরার অর্থবানেরা বিলাসব্যসনে বাঁচে।

শ্রম বিকিকিনি সব দেশে চলে অর্থের বিনিময়ে
আটঘন্টার লাগাম পরানো মাঝখানে বিশ্রাম
কলকারখানা-অফিস-কাছারি ও-সময় গমগম
কিছু রোজগার করতে গেলেই ঝরাতে হবেই ঘাম।

যেসব ঘটনা ঘটে প্রত্যহ সব নয় সুখকর
আনন্দ দেয়, ব্যথা লাগে প্রাণে ঘটে যদি অনাচার
কেউবা তা দেখে কথাই বলে না একেবারে নিশ্চুপ
আবার অনেকে তীব্র ভাষায় প্রতিবাদে সোচ্চার।

মৌনতা কেন? বিক্রীত ওরা ক্ষমতাসীনের কাছে
মাসোহারা পায়, পদ পায় বড়, রত্ন-ভূষণ পাবে
মনুষ্যত্ববিহীন মানুষ গোলামি করেই যায়
সভাসমিতিতে শুধু একবার ডাক পেলে চলে যাবে।

যেসব মানুষ আপন স্বত্তা দিয়েছে বিসর্জন
তারা কি মানুষ? নয় নিশ্চয় বেমানান পৃথিবীতে
নাইবা জুটল বাড়তি অর্থ খাও শুধু ডাল-ভাত
শিরদাঁড়া যেন রয় ঋজু খাড়া কাজ কর পরহিতে।

© অজিত কুমার কর