দরাজ ঋতুরাজ
অজিত কুমার কর

তুমি তো কেবল পলাশ চেয়েছ চাওনি অন্য ফুল
এনে কি করেছি ভুল?
পলাশের সাথে শিমুল এনেছি অখুশি মোটেও নও
মৌনতা কেন নীরবতা ভাঙো কথা কও, কথা কও।

এখন ফাগুন লেগেছে আগুন তুমি কি দেখতে চাও?
তবে হাতে হাত দাও
পিচঢালা পথ দুপাশে পলাশ সব রক্তিম লাল
এমনটি আর পাবে না কোথাও সমুদ্র উত্তাল।

ঝরনা নেমেছে ও' পাহাড় থেকে পথ নয় মসৃণ
অপরিশোধ্য ঋণ
পৃথিবীর কাছে বাঁধা পড়ে আছি, অফুরান ভাণ্ডার
সাগর-পাহাড় ঘন অরণ্য অতুল্য সম্ভার।

এই ঝরনাই মিশেছে নদীতে, সাগরে হারাতে চায়
কোলাকুলি মোহনায়
কী আনন্দ তখন নদীর আর নয় অস্থির
মিলেমিশে ওরা হল একাকার পরিচয় লোনা নীর।

বর্ষা যেমন রূপসি কন্যা বসন্ত ঋতুরাজ
সুনিপুণ কারুকাজ
হৃদয় রাঙাতে জুড়ি নেই তাঁর বিশারদ ওস্তাদ
ভালোবাসা তাঁর হৃদয় জুড়ায় একটুও নেই খাদ।

© অজিত কুমার কর