দাঁড়ি-বাটখারার আত্মকথা
অজিত কুমার কর

ওজন করতে লাগে বাটখারা দাঁড়ি
দোকানিও দিতে পারে খুব তাড়াতাড়ি।
ভেবে দেখো একবার কত কাজে লাগি
সহজে ভাগের মাল হয় ভাগাভাগি।

বিনিময় চালু ছিল জনমের আগে
আলু দিয়ে নিতো কলা যার যেটা লাগে।
এভাবেই মিটে যেত কাজ মানুষের
অসুবিধা হতো ঠিক পেত কেউ টের।

পুরাতন বাটখারা বাতিল এখন
কেজি এল সের গেল সাথে গেল মণ।
এই যুগ ডিজিটাল মেশিনেই সব
আমরা হারিয়ে যাব রইব নিরব।

পাটাতনে মাল দিলে কাঁটা নড়েচড়ে
মাল নিয়ে লোকজন যায় ফিরে ঘরে।
খুব বেশি ভারী হলে লাগে ওয়ে ব্রিজ
কত টন জানা যায় অভিনব চিজ।

আবার নতুন কিছু চালু হয়ে গেলে
এগুলো বাতিল হবে হবেই সেকেলে।
মেনে নিতে হয় সব এটাই জীবন
নাহলে চলবে কেন জীবনযাপন।

© অজিত কুমার কর