সমাজ সংস্কারক
অজিত কুমার কর
দিনের শেষে আঁধার নামে রাত পোহালে ভোর
কিন্তু চোখে জমে আছে আঁধার ঘনঘোর।
জানতে তুমি বাঙালিরা করবে বিশ্বজয়
ধরিয়ে দিলে শিশুর হাতে বর্ণপরিচয়।
কলেবরে ক্ষীণ হলেও প্রাচুর্যে ভরপুর
ওর ভিতরে পেল শিশু খুশির সমুদ্দুর।
মনের উপর চাপ ছিল না মাত্র একটি বই
একটু পড়ার পরেই ছুটি খুনসুটি হইচই।
কুপির আলোয় চলছে পড়া শিশুর চোখে ঘুম
জননীরা বুঝতে পারে জুটত গালে চুম।
ধীরে ধীরে হচ্ছে বিকাশ কত কৌতুহল
এগিয়ে যাবার এটাই লক্ষণ বাড়ছে মনোবল।
বালিকাদের প্রতি ছিল কঠোর এই সমাজ
পদে পদে বাধাপ্রাপ্ত অগ্রগতির কাজ।
হার না মেনে চালিয়ে গেছ চেষ্টা নিরন্তর
সফলতা এলো শেষে নারীও স্বাক্ষর।
জ্ঞানের আলোয় উদ্ভাসিত, হল উত্তরণ
সূক্ষদেহে এই বাংলায় তোমার বিচরণ।
কাজ এখনও অনেক বাকি এ দায় আমাদের
সংস্কারে মন দিচ্ছি কি না পাবেই তুমি টের।
© অজিত কুমার কর