ডাকল সোনাবউ
অজিত কুমার কর
ডাক দিল কে আজ সকালে
কে বসে ওই শিউলি ডালে?
চোখ রগড়ে তাকিয়ে দেখি
একলা সোনাবউ
ঝরছে শিসে মউ।
কারিগাছে ফল ধরেছে
কয়েকটা তো পেকে গেছে
এত ভাবার কী বা আছে
খাও'গে সোনাবউ
মজুত আছে মউ।
শুনে পাখি উড়ান দিল
দুইটা থোকা পাকা ছিল
ঝুলবারান্দায় বসে আমি
চুষছে কুলের মউ
তাকায় সোনাবউ।
ফুড়ুৎ করে কোথায় গেল
ক্ষণেক পরে আবার এল
এবারে আর নয় একেলা
বর আর সোনাবউ
দুজনে খায় মউ।
© অজিত কুমার কর