সাগরের বুকে
অজিত কুমার কর
শেষ রোদটুকু এখন পাতায় আনন্দ অনাবিল
রাঙল আকাশ রাঙল সাগর ওড়ে কত গাঙচিল।
নৌকায় আছি আরব সাগরে
কীসের আশায় মাথার উপরে
তরণি এগোয় সঙ্গ ছাড়ে না চলে কত্থক নাচ
আমাদের থেকে দূরে সরে যায় এলিফ্যান্টার গাছ।
এখানে অনেক শিল্পী রয়েছে কেউ গেয়ে ওঠে গান
দৃষ্টি যদিও পশ্চিম দিকে খাড়া আছে দুই কান।
তালি দিয়ে যাই ও' গানের সুরে
ইন্ডিয়া গেট ওই তো অদূরে
আলোকমালায় সেজেছে নগরী মনোহর অপরূপ
সাগরের জলে দুলে ওঠে ছায়া ও' ছবির অনুরূপ।
কত সাদা ফুল মাথার ওপরে আকাশ পরিষ্কার
চন্দ্র ওঠেনি অমানিশা আজ নিকষ অন্ধকার।
আলোকোজ্জ্বল নগরীর পথ
পাখির কূজনে ভরে মনোরথ
কিনারায় ভেড়ে প্রমোদতরণি একে একে নামি সব
ব্যস্ত নগরী ব্যস্ত মানুষ ভেসে আসে কলরব।
© অজিত কুমার কর