চলে এলাম আড্ডা দিতে
অজিত কুমার কর

শুভ সন্ধ্যা বন্ধুরা সব
হাজির হলাম অতর্কিতে
প্রীতির পরশ মাখব বলে
আর জমিয়ে আড্ডা দিতে।

বাড়ি আমার গঙ্গাপারে
উড়াল দিল এ মন পাখি
সালাম সালাম ও কবিবর
সবার হাতে বাঁধব রাখি।

সঙ্গে আছে তিলের নাড়ু
হাত বাড়ালেই দেব আমি
কণায় কণায় প্রেম-সুরভি
কী আছে আর এমন দামি।

চা'য়ে চুমুক দিতে দিতে
গল্প চলছে জোরকদমে
মাঘীবিহুর সময় বলে
শীতও এখন গেছে কমে।

© অজিত কুমার কর