চিঠি
অজিত কুমার কর

জানলা দিয়ে হাত বাড়ালাম
উড়ে এলো বাতাসে খাম
চেনা হাতের লেখা
নামটা দেখে লাগল চমক
ও সুবর্ণরেখা।

এতদিন পর লিখছো চিঠি
যাইনি তোমায় ভুলে
ঝাউবাগানে নীলাঞ্জনে
সূর্য তখন মাঝ গগনে
সাগর উপকূলে।

লাল কাঁকড়ার পিছে ছোটা
পারিনি বলে তোমার খোটা
ওদের ক্ষীপ্রগতি
সাধ্য কি যে ওদের ধরি
ওরা চালাক অতি।

সম্বোধনে নতুনত্ব
অনুরাগের ছোঁয়া
একবার নয় দুবার পড়ি
এক অনুপম সৌধ গড়ি
যায়নি কিছুই খোয়া।

© অজিত কুমার কর