চির সবুজ মন
অজিত কুমার কর
মনকে বেঁধে রাখা অসম্ভব
ঘোড়ার মতো যে সে তেজিয়ান
বয়স চার কুড়ি কমেনি জোর
জাহির করে বলে সে জোয়ান।
শূন্য দুই মাড়ি মস্ত টাক
তবড়ে গেছে গাল গাঁটে ব্যথা
ধমক দিয়ে বলে হল কী তোর
জবাব কিছু নেই নীরবতা।
যেইনা পাখি ডাকে বলবে ওঠ
বেড়াতে যা এবার পথ ফাঁকা
কুণ্ঠা কেন এত কীসের ভয়
সচল র'বি তুই তাই ডাকা।
যষ্টি ছাড়া আমি কী করে যাই
আচ্ছা হাতে রাখ মারবি না
কুকুর তেড়ে এলে তুলবি শুধু
দেখেই দেবে দৌড় চেঁচাবি না।
বয়স বাড়বেই দিনকে দিন
বাড়ুক বাড়তে দে চিন্তা কী
মন তো কচিপাতা চির সবুজ
একশো হতে তোর ঢের বাকি।
© অজিত কুমার কর