চিরবিদায়
অজিত কুমার কর
যেদিন চিরবিদায় নেব বন্ধ হবে কলরব
মৃত্যুতে কেউ কষ্ট পাবে
শ্মশানে কেউ সঙ্গে যাবে
আত্মা ছাড়া নিথর দেহ চিতায় ভষ্ম হবে সব।
বলে গেলাম ওই সময়ে ফেল না কেউ চোখের জল
সব জীবেরই মৃত্যু হবে
কে হয়েছে অমর কবে
উঠবে শশী, বইবে নদী ঝরনা ঝরবে অনর্গল।
জানি না কেউ পড়বে কিনা আমার লেখা কবিতা
যেমন পারি যাচ্ছি লিখে
ঘটছে যা সব চতুর্দিকে
প্রতিবাদে মুখর হলেও বোধ হয় বৃথা সবই তা।
তোমরা যুদ্ধে লিপ্ত কেন, কেন এমন আগ্রাসন
কান দেয়নি কেউ কখনোই
সুবিখ্যাত কবি তো নই
কত রক্ত ঝরাবে আর দেখবে কত আর মরণ?
কুকীর্তি সব রইবে লেখা জানিয়ে দেবে ইতিহাস
আজও অমর বুদ্ধ অশোক
ওদের বাণী ছড়ায় আলোক
হৃদয় থেকে মুছে ফেল অমন যুদ্ধ-অভিলাষ।
© অজিত কুমার কর