চিনির বলদ পায় না চিনি
তোর হাতেই তো রাজা মানুষ এখন হচ্ছে তাঁর ছেলে
চাকর হয়েই কাটল জীবন রোজ দুমুঠো ভাত মেলে।
হায় রে কপাল চিনির বলদ
গোলামীতেই জীবনটা বধ
তোর নিষ্ঠার খামতি তো নেই কর্ম করিস প্রাণ ঢেলে।
বিদ্বজ্জন
মঞ্চজুড়ে লোকের সারি কীসের জন্য আগমন!
নয়তো ওরা নেতাকর্মী দিল না তো কেউ ভাষণ।
বিদ্বজ্জন ওরাই তবে
না এলে ভেট বন্ধ হবে
মেরুদন্ড বিকিয়ে গেছে পোষা প্রাণীদের মতন।
© অজিত কুমার কর