চিচিং ফাঁক

মাত্র দুমাস বাইরে গেছি এর ভিতরে চিচিং ফাঁক!
ঘরটা যে কার বোঝা মুশকিল দশটা বিড়াল পাখির ঝাঁক।
বেঁচে আছি মরিনি রে
আঁচড় দিয়ে দেখনা চিরে
মগের মুলুক নয় যদিও আমি থাকি তোরাও থাক।



ঠিক গন্ধ পায়

না জানিয়ে কিনেছিলাম একটা থ্রি-এক্স-রাম
পকেট-কাটা পাঁচশো টাকায় মেটাই আমি দাম।
কেউ ছিল না কাছাকাছি
তুই শালা তো দুধের মাছি
কখন যে তুই পিছু নিলি ধরিনি তোর নাম।

© অজিত কুমার কর