ছুটির ঘন্টা বাজবে কবে
অজিত কুমার কর
একঘেঁয়ে এই জীবনটাতে হাতের কোনও বিরাম নাই
মনকে তাজা রাখতে গেলে ক'দিন একটু রেহাই চাই।
ছুটির ঘন্টা বাজবে যবে একটা সুযোগ মিলবে তবে
মন পড়ে না মোটেও ঘরে ইচ্ছে করে হারিয়ে যাই
কতকিছু দেখার আছে পূরণ ক'রব ইচ্ছেটাই।
আশ্বিনমাস যদিও আসে প্রতিবছর একটিবার
আটদশ দিন ছুটি পেলেই মিটিয়ে নেব সাধ আমার।
পঞ্জিকাটা দেখি খুলে রেখে দিলাম আবার তুলে
যা চেয়েছি খুঁজে পেলাম দুর্ভাবনা নেইকো আর
দূরে কোথাও যাব এবার মন দিল সায়, দায় তো তাঁর।
বঁধুয়া এক ভ্রমণসাথি ট্রেনেই যাচ্ছি হায়দ্রাবাদ
সালার জং-এ কত জিনিষ কিছুই যেন যায় না বাদ।
রামোজিতে পুরো একদিন গোলকুন্ডায় ঘন্টা দু'তিন
সন্ধেবেলা শব্দ-আলো বহুদিনের দেখার সাধ
চারমিনারও লিষ্টে আছে মনকে জানাই ধন্যবাদ।
এবার কোথায়? মনকে শুধাই বলল, 'চলনা উটিতে
এত ভাবার কী বা আছে আছিস যখন ছুটিতে'।
আমি কী না বলতে পারি মন মাঝি আমি সওয়ারি
কী অপূর্ব দৃশ্যাবলী আমায় আরাম চায় দিতে।
গর্মি তো নেই একটুকুও আলোয়ান চাই এই শীতে।
© অজিত কুমার কর