ছাপোষা
মাত্র ন'টি মেয়ের পিতা অনাথবন্ধু ভড়
মা-ষষ্ঠীকে তবুও করে ভক্তিভরে গড়।
ছা-পা নিয়েই ব্যস্ত সে রয়
কীভাবে যায় কেটে সময়
হুঁশ থাকে না অন্যদিকে লোকের মুখে ঝড়।
পরকীয়া তখন চালু
বউটা যখন বেঁচেছিল তখন থেকেই পরকীয়া
খুব গোপনে চলতো এসব মুখে গামছা চাপা দিয়া।
দেরি হলেই রাত্রে শোকজ
ধুলো দেওয়া নয়কো সহজ
মরার পরেই সংখ্যা বৃদ্ধি করলো না আর কাউকে বিয়া।
© অজিত কুমার কর