ছন্নছাড়া কবিতা
ছন্দের ছ না বুঝেও রোজ লিখেই যাচ্ছি কবিতা
আমায় কবি হতেই হবে কী করে আর বলি তা।
ছদ্মনামে যাচ্ছি লিখে
ফেসবুকে দিই এক ঝিলিকে
'কবি সাদা ভালুক' নামে প্রকাশ করি রোজই তা।
ঘন্ট ঘেঁটে ঘ
ছন্দটা যে কেমন জিনিস বুঝি না তার ছ
তবুও কি আর লিখতে ছাড়ি করব কী আর ক?
মাত্রাবৃত্ত না স্বরবৃত্ত
অংক কষে আঁকি বৃত্ত
লিমেরিক কি হল এটা ঘন্ট ঘেঁটে ঘ।
© অজিত কুমার কর