চেতনার বড়ই অভাব
অজিত কুমার কর
মানুষের মতো দেখতে হলেই মানুষ হবে
এ কথা বলেনি এ যাবত কেউ ভূমন্ডলে
চেতনাবিহীন মানুষ কখনো মানুষ বলে
গণ্য হয় না কেবলমাত্র প্রাণী সে তবে।
স্বার্থপরতা হামবড়া ভাব নামায় নীচে
আচরণে তাঁর প্রকাশ পাবেই এ লক্ষণ
চেনা যায় তাই খুব সহজেই লোক কেমন
এমন মানুষ শুধু জঞ্জাল জন্ম মিছে।
শিক্ষিত হলে রইবে চেতনা সত্য নয়
কামার-কুমোর-মেথর-শ্রমিক দিনমজুর
হৃদয় যাদের ফুলের মতন কথা মধুর
তারাই সত্যিকারের মানুষ বর্ণময়।
পৃথিবীর বুকে কত প্রাণী আছে সংখ্যাতীত
কীসের জন্য শ্রেষ্ঠ বলব, কোন জীবকে
যদি না হৃদয়ে ভালবাসা থাকে, নির্মমকে?
বিচারের রায় কখনো সে নয়, তা অনুচিত।
চোখের সামনে কত কী দেখছি নিত্যদিন
হতাশ হয়েছি মানুষ নামক প্রাণীকে দেখে
কী ভালো কর্ম করছি আমরা কী যাব রেখে
আত্মপ্রচারে ব্যস্ততা শুধু এমন দীন।
© অজিত কুমার কর