চরম হেনস্থা

শাসকদলে ভিড়ে গেলেই সব অপরাধ মাফ
শুধু দলের গাও গুণগান ওটাই প্রথম ধাপ।
যদি একটু বুদ্ধি থাকে
আটকাবে আর কে তোমাকে
বিরোধীদের কুৎসা রটাও থেকো না চুপচাপ।

ভিজে বেড়াল

দেখলে লাগে ভিজে বেড়াল করে বেড়ায় শয়তানি
বাজে কাজেই বেজায় পটু জেল খেটেছে বেশ জানি।
কখন কী যে করে বসে
অন্ধকারে বেড়ায় চষে
মিষ্টি কথায় মন ভুলিয়ে করতে পারে মানহানি।

© অজিত কুমার কর