চপ-মুড়িতে ডিপ্লোমেসি
গাড়িতে সবার হাতে তেলেভাজা মুড়ি
ভীষণ মুখরোচক নেই কোনও জুড়ি।
দিদি-ভাই পাশাপাশি
রসিকতা হাসাহাসি
চালায় ডিপ্লোমেসি মেরে শুধু তুড়ি।
লাগছে রোগা-রোগা
মা দেখে কয় কী হল রে লাগছে রোগা-রোগা
কত সময় ধরে দুজন আজ করেছিস যোগা?
যা খেয়ে নে মাংস রুটি
খেয়ে ঘুমোও আজ তো ছুটি
লোকে বড্ড হিংসে করে বন্ধ করব গো-গাঁ।
© অজিত কুমার কর