চাঁদের কপোলে চুমু
অজিত কুমার কর
ভারত নাকি চাঁদে গেছে কোথায় পেল মই
তেইশ আগষ্ট সন্ধেবেলা প্রচন্ড হইচই।
ইচ্ছা থাকলে মনোবাঞ্ছা পূরণ করা যায়
ভারত সেটাই দেখিয়ে দিল আপন প্রচেষ্টায়।
সময় একটু লাগল বেশি লক্ষ্যে অবিচল
ধীরে ধীরে কমল গতি উৎকণ্ঠা প্রবল।
পিন পড়লেও শব্দ হবে সকলে নিশ্চুপ
শূন্য হল দুটো গতিই শব্দ ছাড়াই ঝুপ।
বাঁধভাঙা আনন্দ সবার করতালির ধুম
পরিয়ে দিল চন্দ্রমায়ের কপালে কুমকুম।
সারা ভারতবর্ষ জুড়ে মানুষের উচ্ছ্বাস
উড়ে এল অভিনন্দন শুভেচ্ছা একরাশ।
শুরু করল বিক্রম তার সুনির্দিষ্ট কাজ
সারাবিশ্ববাসীর মুখে সুখ্যাতি তার আজ।
রোভার প্রজ্ঞান নামল ধীরে হাতে চোদ্দো দিন
আরব্ধ কাজ সারতে হবে নিষ্ঠা অন্তহীন।
কে জোগাবে এত শক্তি, আছে সূর্যদেব
দুশ্চিন্তা নেই তাইতো মনে চুলচেরা হিসেব।
ওর পাঠানো তথ্যগুলোর চলবে বিশ্লেষণ
বিজ্ঞানীদের বিশ্রাম নেই ব্যস্ত অনুক্ষণ।
© অজিত কুমার কর