চাই সুবিচার
অজিত কুমার কর
কোটি কোটি নারী রাস্তাতে আজ প্রতিবাদে সোচ্চার
মোমবাতি আর মশালের শিখা আঁধার করেছে দূর
সঙ্গী হয়েছে অনেক পুরুষ বাতাসে করুণ সুর
বুকের ভিতর ব্যথার পাহাড় দাবি শুধু সুবিচার।
ধামাচাপা দিতে ব্যস্ত শাসক আর কিছু অনুগামী
দুষ্কৃতি যারা, সংঘবদ্ধ কেউ কেউ ডাক্তার
লোপাট করেছে অনেক তথ্য নৃশংস ঘটনার
করে গেছে ওরা বহুদিন ধরে অজস্র নোংরামি।
কতনা কষ্ট সহ্য করেছে দৃঢ়চেতা ওই নারী
সহকর্মীরা এত নির্মম কেমন চিকিৎসক!
ওরা ডাক্তার হতেই পারে না ধর্ষক ধর্ষক
এটা ভাবলেই আতঙ্ক জাগে ওরাই হত্যাকারী।
নির্মমতার চূড়ান্ত রূপ দেখল বিশ্ববাসী
তাই রাত্রিতে নামে রাস্তায় ক্ষোভের বহিঃপ্রকাশ
ধর্ষণ করে জীবনহরণ গলা টিপে রোধ শ্বাস
কল্পনা করা ভীষণ কঠিন ওরকম আগ্রাসী।
মদত রয়েছে প্রভাবশালীর হোকনা উদঘাটন
যারাই জড়িত ওদের সবার মৃত্যুদণ্ড চাই
প্রকৃত দোষীকে আড়াল করছে পালাবার পথ নাই
অচিরে শাস্তি জুটবে কপালে, চলছে আন্দোলন।
© অজিত কুমার কর