ব্যর্থতাই উত্তরণের সোপান
অজিত কুমার কর
পরাজয় মানে ওখানেই নয় শেষ
নব উদ্যমে আবার লাগতে হবে
নিশি অবসানে হবেই সূর্যোদয়
কাপুরুষ যারা পশ্চাতে পড়ে রবে।
আদর্শ থেকে হয়ো নাকো বিচ্যুত
যতই বিঘ্ন আসুক চলার পথে
পা'দুটো জখম হতে পারে কণ্টকে
কত নিষ্প্রাণ জমে আছে পর্বতে।
কোথায় কী ভুল বলে দেয় ব্যর্থতা
ওই ভুল যেন কখনও না হয় আর
প্রচেষ্টা চাই নিখুঁত আন্তরিক
উপসংহার তবেই চমৎকার।
ইতিহাসে আছে এমন ঘটনা কত
রবার্ট ব্রুসের ঘটনা মিথ্যা নয়
বিফল হয়েছে ভারতের অভিযান
দ্বিতীয়বারেই সহজে এসেছে জয়।
© অজিত কুমার কর