বুদ্ধিমত্তার অপপ্রয়োগ
অজিত কুমার কর
গঠনমূলক কাজে যদি
বুদ্ধিমত্তা না লাগায়
তার পরিণাম খুব ভয়ানক
মানুষ কাঁপে আশঙ্কায়।
মুহুর্মুহু ফেলছে বোমা
আমজনতার হাহাকার
ভিজছে মাটি রক্তধারায়
হত্যাকারীর নেই বিচার!
আক্রমণের ঝাঁজ কমেনি
বরং বাড়ছে প্রত্যহ
যুদ্ধ যদি না থামে তো
ধ্বংস হবে এই গ্রহ।
মগজাস্ত্রের অপপ্রয়োগ
আনছে ডেকে বিপর্যয়
হচ্ছে না তো সংযত কেউ
এ যে জাতির অবক্ষয়।
রণ থামানোর প্রয়াস কোথায়
কেমন যেন উদাসীন
সক্রিয়তা দেখছি না তো
যুদ্ধ চলছে বিরামহীন।
ধনী দেশের রাষ্ট্রনেতার
চলছে শক্তি প্রদর্শন
অধঃপতন দেখছি শুধু
ভীষণ জটিল কুটিল মন।
© অজিত কুমার কর