বুদ্ধিজীবীর বুদ্ধিনাশ
অর্থ, পদ ও খেতাবলোভী বুদ্ধিজীবীর বুদ্ধিনাশ
চক্ষুলজ্জা নেইকো ওদের গোলাম, ওরা ক্রীতদাস।
প্রতিবাদে হয় না মুখর
পদলেহী পরনির্ভর
ওরা অন্ধ, ওরা বোবা করছে দেশের সর্বনাশ।
পা-চাটা বুদ্ধিজীবী
বুদ্ধিজীবী তকমা গায়ে পা চেটে যায় নিত্য
মনুষ্যত্ব নেইকো ওদের নয় মোটেও বিক্ষিপ্ত।
ওরাই মঞ্চ আলো করে
মাসোহারা পাবার তরে
শত অন্যায় মুখ বুজে সয় স্ব-স্বার্থের নিমিত্ত।
© অজিত কুমার কর