বুদ্ধিজীবীর বুদ্ধিনাশ
দেখলি তো দুই ভাই মা-বাবার আচরণ
মা'র ডাকে সাড়া নেই চায় শীঘ্র মরণ।
তুলে রাখ থালা দুটো
ভালোবাসা সব ঝুটো
ওতেই তো দিবি ভাত বার্ধক্য যখন।
গর্হিত অপরাধ
ঠাকুমার গায় হাত তুলেছিস মা-বাবা নিশ্চুপ
পায়ের জুতো তোদের হাতে দুই মুখে কুলুপ।
দুইভাই-বোন-মাতাপিতা
শামিল হলি জ্বলছে চিতা
ঠিক সময়ের জুটবে ঠিকই শাস্তি অনুরূপ।
© অজিত কুমার কর