বৃষ্টিভেজার আনন্দস্রোত
অজিত কুমার কর
বৃষ্টি এলে টুনটুনিরা
পাতার জলেই সিনান সারে
কী আনন্দ তখন ওদের
প্রকাশ করতে কেউ না পারে।
ওদিকে জামগাছের ডালে
কাকের বাসায় কোকিলছানা
পাখনা মেলে ঢাকছে কাকি
চোখ ফোটেনি সবাই কানা।
নড়নচড়ন নেইকো মোটেও
ভিজছে বসে বাঁশের মাথায়
নজর কিন্তু জলের দিকে
কখন সুযোগে মাছরাঙা পায়।
বৃষ্টি এলে বাবুই পাখির
জিরিয়ে নেবার সময় মেলে
বাসার ভিতর পুরো সংসার
যায় না সরে ওদের ফেলে।
আকাশে মেঘ জমে যখন
ময়ূরের মন নেচে ওঠে
পেখম মেলে নাচ দেখালে
তবেই ওদের বন্ধু জোটে।
© অজিত কুমার কর