বৃষ্টি-ভেজার আনন্দ
অজিত কুমার কর
বৃষ্টি-ভেজার কী আনন্দ
প্রকাশ পাবে তাঁর গালে
যে ভিজেছে দহনদিনে
চৈত্রমাসের বৈকালে।
হাজার বৃষ্টিফোঁটার চুমু
পেয়েই হবে আহ্লাদী
দর্শক ঠিক ভাববে তখন
ভিজে একবার পাল্লা দিই।
বৃষ্টি যদি হঠাৎ থামে
এমন সুযোগ মিলবে না
যারা খুবই দুঃসাহসী
চোয়াল দেখে যায় চেনা।
সদ্ব্যবহার তারাই করে
যারা ভেজায় প্রত্যাশী
বয়সটা তাঁর হতেই পারে
আট, কুড়ি বা অষ্টাশি।
ঝিরিঝিরি বৃষ্টিপাতেই
ভীরু যারা লাগায় দৌড়
ছাদের নীচে কোথায় মেলে
নরম গরম লেপের ক্রোড়।
© অজিত কুমার কর