বউ যদি হয় সমব্যথী
অজিত কুমার কর
মেহনতে বেড়ে ওঠা মাঠভরা ধান
এখন সবুজ নয়, গায়ে সোনা রং
ব্যস্ততা শুরু হবে চাষিভাইদের
কামার ছাড়িয়ে দিলে কাস্তের জং।
পৌঁছাবে ধানখেতে হবে যেই ভোর
কাস্তে সবার হাতে খুশি খুশি মন
নীরব থাকে না ওরা ধরে সারিগান
ফিরে যাবে কেউ ঘরে দুপুর যখন।
কারও বউ নিয়ে যায় মাঠেতেই ভাত
আলে বসে খেয়ে নিয়ে ফের শুরু কাজ
মনের খোরাক মেটে পেয়ে দর্শন
পতিদেবতার কাছে উড়ে যায় লাজ।
কোমরে জড়িয়ে শাড়ি বধূ কাটে ধান
সূর্য ডোবার আগে ফিরে যায় ঘর
শুরু হবে গৃহকাজ নিয়ে বিশ্রাম
এমন বধূরা তাই পায় সমাদর।
বদলেছে দিনকাল কত আধুনিক
কাটা-ঝাড়া দুই কাজ হয় যন্ত্রেই
অল্প সময়ে শেষ খাঁখাঁ সারা মাঠ
ভরা থলে নিয়ে যেতে ঝামেলাও নেই।
সারাটা বছরজুড়ে কাজ কৃষকের
সহজেই সমাধান সহযোগিতায়
যদি থাকে বোঝাপড়া জায়া ও পতির
এমন ক'জন পায় সকলে তো চায়।
© অজিত কুমার কর