বঁইচিকুল
অজিত কুমার কর

কে যাবি আমার সাথে
না গেলে একাই যাব
পেকেছে বঁইচি কত
আনব না পাড়ব খাব।

অত রাগ করছ কেন
আমি তো যাচ্ছি সাথে
খাওয়া না গেলেও তবু
দেব না ওদের হাতে।

কালো রং ওই যেগুলোর
ওগুলোই বেশি মিঠে
শাখাতে প্রচুর কাঁটা
ফুটে যায় হাতে পিঠে।

চল ফিরি ঘর এবারে
দু'পকেট ভরে গেছে
মুঠোতে দশ-বারোটা
ফিরে যাই নেচে নেচে।

না দিয়ে থাকতে পারি
এনেছি দেব বলেই
বাড়া তো হাত এদিকে
ফুরোবে দেরি হলেই।

ওরা যে খেলার সাথি
সকলেই বন্ধু আমার
খুশিটা ভাগ করে দিই
ফিরে পাই হাসি সবার।

© অজিত কুমার কর