*             বিশ্বাসযোগ্যতা নেই
                 অজিত কুমার কর

বিশ্বাস আর যাকে কর অন্তত মানুষকে করো না
বিশ্বস্ত মানুষ পৃথিবীতে এক্কেবারে হাতেগোনা।
                কালকেউটে বা সিংহ-বাঘ
               নেই তো কারও সেরকম রাগ
কখন মানুষ হানবে আঘাত সে সময় কেউ জানো না।

   ধোপদুরস্ত পোশাক-আশাক শকুনির মতো কুটিল
   কোথায় পেতেছে মৃত্যুর ফাঁদ সমস্যা বড় জটিল।
                মরছে মানুষ নিরীহ প্রাণী
              একথা আমরা সকলে জানি
  মানুষের মতো জঘন্য  প্রাণী এই পৃথিবীতে অমিল।

©অজিত কুমার কর