বিপুল সম্ভার
অজিত কুমার কর
উলের পোশাক গায়ে দিলেই
লাগবে না শীত আদৌ গা'য়
পরখ করে দেখতে পারেন
কেমন করে শীত তাড়ায়।
পেয়ে যাবেন কোট-সোয়েটার
হাল ফ্যাশনের কার্ডিগান
মাঙ্কি ক্যাপে পড়বে ঢাকা
মাথা-গলা দুইটা কান।
মাঙ্কি ক্যাপে অনীহা যার
মাফলার আর চাদর নিন
শীত-জঢ়তা কাটিয়ে দিয়ে
সবারই হোক মন রঙিন।
এলেই পাবেন গরম কফি
ওতেও হবে গা গরম
ওই উত্তাপ বজায় রাখতে
এসব পোশাক পারঙ্গম।
না না না দাম বেশি নয়
সুলভ মূল্যে মিলবে সব
বাঙালিদের ভ্যালেন্টাইন
পঞ্চমীতেই মহোৎসব।
দাদার জন্য হলদে রুমাল
টিপের পাতা ফ্রী দিদির
তবে কেন বিলম্ব আর
দেরি তো নেই পঞ্চমীর।
© অজিত কুমার কর