বিধ্বংসী হড়পা বান
অজিত কুমার কর
আকাশ কেন আজ কালো ভীষণ
মেঘের গর্জন বেধেছে রণ।
তরাসে কাঁপে বুক কপালে আছে দুখ
অঝরে ঝরে বারি ত্রস্ত মন।
নদীতে কলকল হঠাৎ নামে ঢল
সহসা কেড়ে নিল কত জীবন।
ঘন্টাদুই পর জাগলো বালুচর
তটিনী মৃতপ্রায় আগে যেমন।
দৃশ্য ভয়াবহ শবের স্তূপ
দেখিনি আগে আমি এমন রূপ।
পাহাড়ে ধস নামে কীভাবে যাবে ধামে
কে দেবে উত্তর সকলে চুপ।
পিছনে কার হাত ঘটে না দৈবাৎ
করুণ পরিণাম কেন বিরূপ?
কারণ খুঁজি বসে ঘটেছে কার দোষে
মানুষ বানিয়েছে মরণ কূপ।
পাহাড়ে ঘরবাড়ি করেছে কারা?
নিয়ম মেনেছে কি, মানেনি তাঁরা।
আগুনে পোড়ে বন কোথায় আমাজন
অনাথ পশুশিশু অশ্রুধারা।
বনানী দেয় ফল বাড়ায় দেহে বল
জবাব দাও আগে পোঁত কি চারা?
কুড়ুল নিয়ে যাও গোড়াতে কোপ দাও
অর্থ হাতে পেয়ে আত্মহারা।
© অজিত কুমার কর