ভূতের ভয়ে গা-ছমছম
অজিত কুমার কর

ভূতের ভয়ে গা-ছমছম করে
যদি আমায় এসে জাপটে ধরে
নিশুত রাতে কত ফন্দি আঁটি
সামনে ও কে? দেখে দাঁতকপাটি।

জ্ঞান ফিরল জল-ঝাপটা দিতে
ভীষণ ভীতু সাহস তলানিতে।
কাঁপছি আমি চোখে ভীতির ছাপ
মা-ই কেবল করল পরিমাপ।

দিন ফুরোলে মা'র পিছনে ঘুরি
মুখের হাসি পেতনি করে চুরি।
প্রদীপ জ্বেলে সন্ধ্যা দিতে গেলে
বলি, 'যাচ্ছ কেন আমায় ফেলে?

পুকুর পাড়ে মাটির খোড়ো-বাড়ি
আঁধার নামে গাঁয়েই তাড়াতাড়ি।
ভূতের বাসা পাড়ের বাঁশঝাড়ে
বাতাস হলে জোরে হাত-পা নাড়ে।

সারা সন্ধ্যা আমি সিঁটিয়ে থাকি
জাগবে পেঁচা ঘুমোয় যত পাখি।
ঘুমিয়ে গেলে মায়ের মেলে ছুটি
রাত পোহালে সবার আগে উঠি।

© অজিত কুমার কর