ভূতের আবির্ভাব
অজিত কুমার কর
রাতে জানলা বন্ধ করতে
যাই বেমালুম ভুলে
খাটটা উঠল দুলে
ভূমিকম্প হচ্ছে ভেবে
বেরোই দুয়ার খুলে।
অমনি শুরু অট্টহাসি
থামতে চায় না যেন
ভূত না যেনতেন
আমিই খাটটা নাড়িয়েছিলাম
জানতে চাস কি, কেন।
সামনে আমার ছায়ামূর্তি
জ্বলছে আগুন চোখে
শুধোই আমি ওকে
ঘুম ভাঙালি কেন আমার
শাস্তি দেব তোকে।
ধূপের ধোঁয়া সয় না আমার
গন্ধ গেলে নাকে
মেজাজ কি ঠিক থাকে
জানালা দিয়ে চলে এলাম
উঠলি না এক ডাকে।
নাড়াতে তাই বাধ্য হলাম
জ্বালবি না ধূপ ঘরে
মেজাজ গরম করে
ফের কোনোদিন জ্বালাস যদি
রইবে না প্রাণ ধড়ে।।
তুই নাকি এক উঠতি কবি
লোকের মুখে শুনি
মান্যগণ্য গুণী
একটা ছড়া দে শুনিয়ে
পালাব এক্ষুনি।
ওকে খুশি করার জন্য
আমি আওড়ে চলি
বেশ রসিয়ে বলি
জল হয়ে যায় চোখের আগুন
হিংসা জলাঞ্জলি।
শাস্তি দিবি দে এখনি
হব না তোর বোঝা
ডাকিস না তুই ওঝা
ঝাঁটার বাড়ি খেতে নারাজ
চলেই যাচ্ছি সোজা।
© অজিত কুমার কর