ভূত নিয়ে গবেষণা
অজিত কুমার কর

ভূতের কেমন জীবনযাপন জানবি কেমন করে
এসব খবর পেলাম আমি কেবল মরার পরে।
ভূতকে নিয়ে গবেষণা শুরু করার আগে
যেতে হবে ভূতের দেশে ভিসা পাসপোর্ট লাগে।

কী বুঝলি- মরতে হবেই ছাড়পত্র পেতে
কেবলমাত্র ভূতই পারে ভূতের দেশে যেতে।
শুনে ভয়ে চমকে গেলি ভয় পেলে কী চলে
মরলে তবেই বন্ধু হবি আমিই দেব বলে।

ডিফিল-ডিলিট দুটোই পাবি এমন তথ্য জানি
মিডিয়াতে করিস না ফাঁস নয়কো কানাকানি।
সত্যি সত্যি চাস যদি তুই লিখতে নামের শেষে
দেরি মোটেও করিস না রে আয় তবে এই দেশে।

জানিস কী তুই পাঁচশো ছাত্র করছে গবেষণা
চাকরি মেলে কাজের শেষে ব্যয় নেই এককণা।
মর্তে নাকি ডিগ্রিধারী ফ্যা-ফ্যা করেই ঘোরে
কেউবা আবার চাকরি বাগায় নেতা মন্ত্রী ধরে।

ধরার পরেও লাগে শুনি লাগে দশ-বিশ-লাখ টাকা
এখানে সব বিনি পয়সায় স্থায়ী চাকরি পাকা।
দে ঝাঁপ দে ভরা গঙ্গায় আমিই নেব তুলে
যা বললাম রাখবি মনে যাস না যেন ভুলে।

© অজিত কুমার কর