ভুঁড়ি প্রতিযোগিতা
তিনটে ভুড়ি মারছে তুড়ি বলে আমায় দেখ
ঠিক পিছনে দাঁড়িয়ে আছে টিংটিঙে লোক এক।
বেলুনগুলোয় ভরছে ও গ্যাস
হাজার দশেক দিয়েছে ক্যাশ
বিচারকের কাহিল দশা মুহুর্মুহু চেক!
এক ধমকে নিদ্রা টুটে
অন্ধকারে হাঁটতে গিয়ে পড়লো গিয়ে ম্যানহোলে
হকচকিয়ে প্রশ্ন করে, 'এখন আমি কার কোলে?'
নরম নরম লাগছে তো বেশ
মুখের ওপর সুগন্ধি কেশ
ধমক খেয়ে নিদ্রা টুটে জোরসে প্রিয়া হাই তোলে।
© অজিত কুমার কর