ভ্রমণ

জল বিহারে মাসাধিক
কোচিন থেকে মোজাম্বিক।
কত স্মৃতি
কত গীতি
ভালোবাসা আন্তরিক।




লাগাও তালা

ডিজি বাজাও ময়লা ঢালো
কুৎসা রটাও পিয়ো মালও।
তিনটে তালা
বোবা কালা
অন্ধ বধির হলেই ভালো।

© অজিত কুমার কর