ভোলেনি তোমাকে কেউ
অজিত কুমার
কী দেখে ভাবলে বাঙালি তোমাকে ভুলে গেছে বিলকুল
তুমি তো রাতের রজনিগন্ধা ভোরের শেফালি ফুল।
ভোলেনি তোমাকে কেউ
তুমি কান্ডারী মাঝদরিয়ায় হলে উত্তাল ঢেউ।
যতবার পড়ি তোমার কবিতা তবুও মেটে না আশ
সব উপাদান রয়েছে ওখানে এ আমার বিশ্বাস।
দেহ হয় টানটান
রুখে দাঁড়াবার বল পেয়ে তাই শুরু হয় অভিযান।
যতবার পড়ি 'বল বীর বল, উন্নত মম শির'
ধমনীতে বাড়ে রক্তের বেগ হয়ে যাই অস্থির।
ডিঙাব বিন্ধ্যাচল
যত বন্ধুর হোকনা রাস্তা, তবু র'ব অবিচল।
উত্তরে অরি পশ্চিমে তাই সাঁড়াশি আক্রমণ
যে কোনো মূল্যে রুখতেই হবে ওদের আগ্রাসন।
মায়ের কপালে ভাঁজ
চল চল চল এগোই সবাই এটাই প্রধান কাজ।
কায়াহীন ছায়া শক্তি জোগায় বলে হও দুর্বার
কী নেই তোমার সব তো রয়েছে আর কী বা দরকার।
যায় যদি প্রাণ যাক
বাঁচার চাইতে এ মরণ ভালো স্মৃতিটুকু বেঁচে থাক।
© অজিত কুমার কর