ভেজা ঘাসে নগ্ন পা'য়ে
অজিত কুমার কর
শিশিরসিক্ত ঘাসের ওপর যখন হাঁটি নগ্ন পা'য়ে
অনন্য এক অনুভূতি শিরশিরানি তখন গা'য়ে।
তারই বহিঃপ্রকাশ ঘটে চোখে মুখে কাব্যকথায়
নিদ্রাবিহীন রাতের ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায়।
পার্শ্ববর্তী বৃক্ষরাজির ডালে পাতায় অরুণকিরণ
ফোকর দিয়ে ঠিক এসে যায় উদাসী হয় আমার এ মন।
আলোর স্পর্শে ঘাসে পাতায় ঝিকিরমিকির লক্ষ মানিক
হাঁটতে হাঁটতে থমকে দাঁড়াই এমন দৃশ্য সব প্রাকৃতিক।
বিন্দু বিন্দু রাত-শিশিরে বৃক্ষ যেমন উজ্জীবিত
ওদের মতোই আমিও হলাম হিম-পরশে উল্লসিত।
তপন-তাপে বাষ্পীভূত হবে এবার পত্র থেকে
তবে গাছের লতাপাতার তরতাজাভাব বজায় রেখে।
প্রাতর্ভ্রমণ যা জোগাল নিলাম আমি হৃদয় ভরে
এরই স্ফূরণ ঘটতে থাকে খাতার পাতায় কলম ধরে।
এমন সময় জন্ম, যখন খালি পায়েই হাঁটত সবাই
বললে বলে বানাচ্ছ সব এটার কোনও সত্যতা নাই।
এক চিলতে সবুজ দেখতে যেতে হবে এখন মাঠে
গাঁয়ের রাস্তা কংক্রীটের সব নেইকো কাঁচা এ তল্লাটে।
জুতো ছাড়া হাঁটে না কেউ দিনকাল সব বদলে গেছে
সারাবঙ্গজুড়ে এখন উন্নয়নের বান লেগেছে।
© অজিত কুমার কর