ভারত প্রত্যয়ী মিলবে জল
অজিত কুমার কর
শরতে সাঁঝবেলা চন্দ্রজয়।
দীর্ঘদিন ধরে নিয়ত কাজ করে
এসেছে সাফল্য মিথ্যা নয়
সাহসী বিজ্ঞানী অকুতোভয়।
এ কাজ ইসরোর মেধার কত জোর
নেমেছে বিক্রম ঠিক সময়।
ভারত চাঁদে যাবে বড় খবর।
বেরোয় দৈনিকে রটল দিকে দিকে
হল উৎক্ষেপণ রয় নজর
ব্যস্ত দিবারাত আটপ্রহর।
এগোয়ে ভীমবেগে রয়েছে রাত জেগে
নির্দেশ মেনেই অগ্রসর।
ঠাসা কর্মসূচি প্রজ্ঞানের।
নামল ধীরে ধীরে বাসনা ওকে ঘিরে
কী তথ্য জোগাবে ও আমাদের?
ও তো একাকী নয় দিচ্ছে বরাভয়
বিক্রমের হাত সাহায্যের।
আছে কী চাঁদে জল, জোগাবে বল।
ছলনাময়ী চাঁদ মেরুতে বড় খাদ
হয়তো নীচে আছে জমাট জল
তাই যায় না শোনা ছলাৎছল।
হাতে চোদ্দো দিন কাজ বিরামহীন
সবাই প্রত্যয়ী হবে সফল।
© অজিত কুমার কর