ভয়ংকর ঝাঁজ
রোদের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বউয়ের ঝাঁজ
পারলে ছিঁড়ে খুবলে খাবে, যেমন করে বাজ।
মেঘ জমলেই গর্মি কমে
কিন্তু গিন্নি যায় না দমে
পান থেকে চুন খসার জো নাই যতই করুক কাজ।
পরাণ আইঢাই
গরমে যে প্রাণ আইঢাই বাঁচার কী উপায়
এমন প্রশ্ন নিয়ে সবাই দাদুর কাছে যায়।
ভেবেচিন্তে নিদান দিল
সবাই ওটা লুফে নিল
দাদুর নিদান, 'বাংলা ছেড়ে যা সাইবেরিয়ায়'।
© অজিত কুমার কর