বাজার গরম
আগুনে আজ ঝলছে গেছি পাখার বাতাস দাও আগে
কর্তাবাবু হাঁপাচ্ছে খুব দেখে গিন্নির ভয় জাগে।
কী হল গো কোথায় ব্যথা
বলছ না যে মোটেও কথা
বাজার গেলে বুঝবে গিন্নি গায়ে কেমন তাপ লাগে।
একই কাজ
ভেবেছিলাম স্বর্গে গেলে কষ্ট যাবে ঘুচে
সারাজীবন কাটল আমার বাবুদের ঘর মুছে।
একই কাজে করল বহাল
কেন এমন পোড়া কপাল
শুধু রং-টা ফর্সা এখন কালো নয় কুচকুচে।
© অজিত কুমার কর