লিমেরিক : বাজার আগুন

জিনিসের দাম আকাশছোঁয়া ওষ্ঠাগত প্রাণ
আনাজপাতি-চাল-ডাল-মাছ কিনছে অর্থবান।
উদর ভরায় কলের জলে
পেটে যখন আগুন জ্বলে
ভোট দিয়েছে সুখের আশায় প্রত্যাশা খানখান।

লিমেরিক : মা গঙ্গার অভিব্যক্তি

মা-বাবাকে সুকৌশলে বৃদ্ধাবাসে রাখতে চাস
ঘরের যত আবর্জনা আমার বুকে ফেলতে চাস!
মা সম্বোধন বড়ই মেকি
দেখি সবই ফেলিস কে কী
মানুষ বলে হয় না মনে করিস আপন সর্বনাশ।

© অজিত কুমার কর