বসন্তে বিলাপ
অজিত কুমার কর

এলো না কেউ
বসন্ত আসে যায়
উত্তাল ঢেউ। ১

ফাল্গুন মাস
ভ্রমরের গুঞ্জন
দীর্ঘ নিশ্বাস। ২

শাল্মলি লাল
কৃষ্ণচূড়াও লাল
মন্দ কপাল। ৩

ওরে কোকিল
ডাকিস না রে আর
শূন্য মঞ্জিল। ৪

© অজিত কুমার কর