বাসনা দুর্গা হব
অজিত কুমার কর
'এবার আমি দুর্গা হব' এমন ইচ্ছা মনেপ্রাণে
যদি পোষণ করত দেশের সর্বস্তরের সকল নারী
তাহলে সব বর্বরদের দুর্বৃত্তায়ন বন্ধ হত
ভয় পেত না তখন নারী ঝরত না আর অশ্রুবারি।
হাতে অস্ত্র দেখতে পেলে সিঁটিয়ে যেত অসভ্যরা
ঘেঁষত না কাছ রইত দূরে মৃত্যুকে ভয় সবার আছে
নির্ভয়ে পথ চলত নারী দিনে কিংবা গভীর রাতে
এগিয়ে যেত এই পৃথিবী থাকত ঋণী নারীর কাছে।
কিছু মানুষ নামেই পুরুষ ওদের ভীষণ মন্দ স্বভাব
বিষিয়ে দিচ্ছে এই সমাজকে বর্বরতা লাগামছাড়া
প্রশাসনের দায়সারাভাব জড়িয়ে আছে অসৎ কাজে
শান্তিরক্ষার দায় পুলিশের, দুর্নীতিতে লিপ্ত তারা।
আত্মরক্ষার জন্য এখন দশভুজা হতেই হবে
তা না হলে বলপ্রয়োগে মানসম্ভ্রম লুটে নেবে
তারপর প্রাণ কেড়ে নিয়ে ফেলে দেবে নর্দমাতে
এই অপরাধ করার জন্য আদালত কী সাজা দেবে?
© অজিত কুমার কর